নিজস্ব সংবাদদাতা: 'আমরা নারী আমরা সব পারি'। নারী দিবসে জেনে নেওয়া যাক, নানা ক্ষেত্রে ভারতের নাম উজ্জ্বল করেছেন কোন বিশিষ্ট নারীরা।
প্রথমেই আসা যাক শিক্ষা ক্ষেত্রে। ভারতের প্রথম নারী স্নাতকের একজন হলেন কাদম্বিনী গাঙ্গুলী। শুধু তাই নয় ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক তিনি।
যে নারী ঘর সামলায় সেই নারী দেশও সামলাতে পারে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি - শ্রীমতি প্রতিভা প্যাটেল।
সুচেতা কৃপলানী স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কানপুর আসন থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
ক্রীড়া ক্ষেত্রেও পিছিয়ে নেই মেয়েরা। ২০১৮ সালের ২৪ নভেম্বর, নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১০ তম এআইবিএ মহিলা ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতে মেরি কম ৬ টি সোনা জয় করে বিশ্বের প্রথম মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন।
পুসারলা ভেঙ্কট সিন্ধু একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি জাপানের নোজোমি ওকুহরাকে ২১-৭, ২১-৭ সোজা সেটে পরাজিত করে বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় হন।
ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হলেন কিরণ বেদী। তিনি প্রথম মহিলা ভারতীয় পুলিশ পরিষেবা (IPS) প্রদানকারী অফিসার ছিলেন এবং ১৯৭৫ সালে তাঁর পরিষেবা শুরু করেছিলেন।
চার দেওয়ালের মধ্যেই শুধু আটকে নেই নারীরা। তাঁরা আজ বিশ্ব জয় করছে। রান্নাঘর থেকে খেলার মাঠ সবক্ষেত্রেই এগিয়ে তাঁরা।