নিজস্ব সংবাদদাতা: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই ভাবেই শহীদ ভাইয়েদের স্মরণ করে থাকি আমরা। প্রতিবছর ২১ ফেব্রুয়ারি দিনটিতে এই গান দিয়েই শুরু হয় সকাল। কেননা সেই দিনটা হল বাংলা ভাষার দিন, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার সংগ্রামের দিন।
এবারে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বীরভূমের রামপুরহাটের এক শিল্পী বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য একটি গান লিখলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রকাশিত হতে চলেছে “একুশে জয়গান” শীর্ষক বাংলা গান। একুশে ফেব্রুয়ারির সমস্ত শহীদদের শ্রদ্ধা জানাতেই এই গান তিনি লিখেছেন বলে জানিয়েছেন। অতএব এবছর শহীদ দিবস পেতে চলেছে নতুন গানের শ্রদ্ধা।