নিজস্ব সংবাদদাতাঃ ভারত এমন একটি দেশ, যেটি নানা বিচিত্রতার মধ্যে দিয়ে ভারতের নাগরিকদের সমৃদ্ধ করেছে। সারা বিশ্বে ভারত আজ নিজের পরিচয়ে পরিচিত হয়েছে। ভারতে নানা ধর্মের মানুষের বসবাস রয়েছ। তারা তাদের সাংস্কৃতিক রূপের মধ্যে দিয়ে ভারতের নাম উজ্জ্বল করেছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2021/09/FotoJet.jpg)
ভারতে নানা ধর্মের মানুষ নানা উৎসব পালনের মধ্যে দিয়ে সারা বছর উদযাপন করেন। আসুন দেখে নিই এমনই বেশ কিছু বিখ্যাত উৎসবের নাম।
/anm-bengali/media/post_attachments/a33d083aa3a6762242c1e1724318483afc436b99063cf0ebc6c314aa625bab16.jpg)
দুর্গাপুজোঃ বাঙালি মানেই দুর্গাপুজো। দুর্গাপুজো ছাড়া বাঙালির অস্তিত্ব কল্পনাই করা যায়না। প্রতি বছর বাঙালি এই পুজোর জন্য মুখিয়ে থাকে। দুর্গাপুজো মানেই হল কলকাতা। আর এই কলকাতাই হল দুর্গাপুজোর জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
/anm-bengali/media/post_attachments/272f7fe013d6de71331dd64c4d9690727fbea0d3556a86cd8d5e2aa97654417f.jpg)
ক্রিসমাস বা বড়দিনঃ ক্রিসমাস বা বড়দিন হল খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য এক বিশেষ উৎসব। এই দিনটি মূলত ভগবান যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয়।
/anm-bengali/media/post_attachments/ad728622d30b16fa5ab523eac05d2c8718b6db96166f220e937506d03629e16d.jpg)
ইদঃ খুশীর ইদ হল মুসলমান ধর্মাবলম্বীদের জন্য এক বিশেষ উৎসব। এই দিনটিতে মুসলমান ধর্মাবলম্বীরা নতুন জামাকাপড় পড়ে একে অপরের সাথে এই পবিত্র দিনটিকে পালন করে।
/anm-bengali/media/post_attachments/f587b79b7ccd11d5299b5508a24a8be35c61a035f942a01e479a78d54ab01b98.jpg)
গণেশ চতুর্থীঃ গণেশ চতুর্থী ভারতের এক অন্যতম বড় উৎসব। সারা ভারত জুড়েই এই দিনটি মহা ধুমধামের সাথে পালন করা হয়। তবে মূলত মুম্বাই শহরের গণেশ চতুর্থীর উদযাপন সারা বিশ্বে বিখ্যাত।
/anm-bengali/media/post_attachments/5b9f2f21ca03bda0bd4605cfe09ea18fd65a3637b8c93ff1a6e717a97f91100d.jpg)
দোলযাত্রা বা হোলিঃ দোলযাত্রা বা হোলি হল রঙের উৎসব। এইদিন ভারত যেন রঙে রঙে রঙিন হয়ে ওঠে। ভারতে এই দিনটিকে ভগবান রাধাকৃৃষ্ণের দিন বলেও অনেকে মনে করেন। বলা হয় যে, এই দিনেই বৃন্দাবনে ভগবান কৃষ্ণ এবং রাধা গোপিনীদের সাথে হোলি খেলেছিলেন। ভারতে এই দিনটির এক বিশেষ গুরুত্ব আছে।
/anm-bengali/media/post_attachments/b1899e4e384554affdd05d1cca3dbeb690da9201b7a25f66046725db47f20966.jpg)
দীপাবলিঃ দীপাবলি হল ভারতের অন্যতম এক উৎসব। এই দিনে চারদিকে আলোর রোশনাই ছেয়ে থাকে। আকাশে রঙ বেরঙের আতশবাজির খেলা দেখা যায়। প্রত্যেক বাড়িতে প্রদীপ, মোমবাতি এবং টুনিলাইট দিয়ে সাজানো হয়। এই শুভ দিনে অন্ধকারের ছায়া সরে গিয়ে, আলোর ঝলকানি দেখা যায়।
/anm-bengali/media/post_attachments/e352357138afb0c51f296bac4e92675bad77e3da2a1e49009e31466239adf4c8.jpg)
রথযাত্রাঃ ভারতের আরও একটি জনপ্রিয় উৎসব হল রথযাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরে ধুমধামের সাথে সাত দিনেরও বেশি সময় ধরে, নানা উপচারের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হয়।
/anm-bengali/media/post_attachments/cd7b629c51a71c7cc2950c247b72ab7961ed88e3db97dfad9245525e3ed5c4aa.jpg)
সুতরাং, বলা বাহুল্য যে, ভারতের নানা উৎসবের মধ্যে দিয়ে নাগরিকরা তাদের নানা বিচিত্রতাকে ব্যক্ত করে। এছাড়াও, ভারতের নানা ঐতিহ্যবাহী বিষয় সম্পর্কে বিশ্বের কাছে তার পরিচয় দেয়।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)