নানা উৎসবের সমন্বয়ে মিলিত ভারত

ভারত এক বহুমুখী দেশ।

author-image
Adrita
New Update
ক্ব

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ভারত এমন একটি দেশ, যেটি নানা বিচিত্রতার মধ্যে দিয়ে ভারতের নাগরিকদের সমৃদ্ধ করেছে। সারা বিশ্বে ভারত আজ নিজের পরিচয়ে পরিচিত হয়েছে। ভারতে নানা ধর্মের মানুষের বসবাস রয়েছ। তারা তাদের সাংস্কৃতিক রূপের মধ্যে দিয়ে ভারতের নাম উজ্জ্বল করেছে। 

বর্ষার উৎসবে মাতোয়ারা ভারত

ভারতে নানা ধর্মের মানুষ নানা উৎসব পালনের মধ্যে দিয়ে সারা বছর উদযাপন করেন। আসুন দেখে নিই এমনই বেশ কিছু বিখ্যাত উৎসবের নাম। 

ভারতের বিভিন্ন রাজ্যের কীভাবে পালিত হয় নববর্ষ? - Drishtibhongi দৃষ্টিভঙ্গি

দুর্গাপুজোঃ বাঙালি মানেই দুর্গাপুজো। দুর্গাপুজো ছাড়া বাঙালির অস্তিত্ব কল্পনাই করা যায়না। প্রতি বছর বাঙালি এই পুজোর জন্য মুখিয়ে থাকে। দুর্গাপুজো মানেই হল কলকাতা। আর এই কলকাতাই হল দুর্গাপুজোর জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। 

Durga Puja 2022 : ষষ্ঠী থেকে দশমী, দুর্গা পুজোর পাঁচ দিন কোন কোন রীতি পালিত  হয়, জেনে নিন | Durga Puja 2022 : Popular Rituals Of Durga Puja In West  Bengal - Bengali BoldSky

ক্রিসমাস বা বড়দিনঃ ক্রিসমাস বা বড়দিন হল খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য এক বিশেষ উৎসব। এই দিনটি মূলত ভগবান যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয়। 

Christmas 2023 | Our Opinion: Why Christmas is known as 'Boro Din' in  Bengali - Anandabazar

ইদঃ খুশীর ইদ হল মুসলমান ধর্মাবলম্বীদের জন্য এক বিশেষ উৎসব। এই দিনটিতে মুসলমান ধর্মাবলম্বীরা নতুন জামাকাপড় পড়ে একে অপরের সাথে এই পবিত্র দিনটিকে পালন করে। 

When Is Eid-Ul-Fitr 2024? History, Significance And Islamic festival and  its Celebrations | HerZindagi

গণেশ চতুর্থীঃ গণেশ চতুর্থী ভারতের এক অন্যতম বড় উৎসব। সারা ভারত জুড়েই এই দিনটি মহা ধুমধামের সাথে পালন করা হয়। তবে মূলত মুম্বাই  শহরের গণেশ চতুর্থীর উদযাপন সারা বিশ্বে বিখ্যাত।  

Significance of Ganesh Chaturthi | Why Ganesh Puja or Vinayak chaturthi is  celebrated worldwide? dgtl - Anandabazar

দোলযাত্রা বা হোলিঃ দোলযাত্রা বা হোলি হল রঙের উৎসব। এইদিন ভারত যেন রঙে রঙে রঙিন হয়ে ওঠে। ভারতে এই দিনটিকে ভগবান রাধাকৃৃষ্ণের দিন বলেও অনেকে মনে করেন। বলা হয় যে, এই দিনেই বৃন্দাবনে ভগবান কৃষ্ণ এবং রাধা গোপিনীদের সাথে হোলি খেলেছিলেন। ভারতে এই দিনটির এক বিশেষ গুরুত্ব আছে। 

Dol Purnima | Holi 2021: These tips can change your life in a better way  dgtl - Anandabazar

দীপাবলিঃ দীপাবলি হল ভারতের অন্যতম এক উৎসব। এই দিনে চারদিকে আলোর রোশনাই ছেয়ে থাকে। আকাশে রঙ বেরঙের আতশবাজির খেলা দেখা যায়। প্রত্যেক বাড়িতে প্রদীপ, মোমবাতি এবং টুনিলাইট দিয়ে সাজানো হয়। এই শুভ দিনে অন্ধকারের ছায়া সরে গিয়ে, আলোর ঝলকানি দেখা যায়। 

Diwali 2021 | celebration of Kali Puja or DIwali by Bengali Hindus -  Anandabazar

রথযাত্রাঃ ভারতের আরও একটি জনপ্রিয় উৎসব হল রথযাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরে ধুমধামের সাথে সাত দিনেরও বেশি সময় ধরে, নানা উপচারের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হয়। 

রথযাত্রা - উইকিপিডিয়া

সুতরাং, বলা বাহুল্য যে, ভারতের নানা উৎসবের মধ্যে দিয়ে নাগরিকরা তাদের নানা বিচিত্রতাকে ব্যক্ত করে। এছাড়াও, ভারতের নানা ঐতিহ্যবাহী বিষয় সম্পর্কে বিশ্বের কাছে তার পরিচয় দেয়।  

Adddd