আইএসএলঃ প্রথমবার মাঠে নামছে-স্মরণীয় করে রাখতে মরিয়া বড় দল!

প্রথম আইএসএল নিয়ে বড় বার্তা দিল মহমেডান।

author-image
Aniruddha Chakraborty
New Update
klmn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় ফুটবলের শীর্ষ লিগে এবার ইস্ট-মোহনের সঙ্গে ঢুকে পড়েছে অপর প্রধানও। গত বছর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের দরজা খুলেছে মহামেডানের। বহু যুগ বাদে দেশের শীর্ষ লিগে একসঙ্গে কলকাতার তিন প্রধানকে খেলতে দেখা যাবে। প্রথমবার দেশের সেরা লিগে পা রেখেই নিজেদের জাত চেনাতে তৈরি সাদা-কালো ব্রিগেড। মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভ নিজেও আশাবাদী দলের উপরে।

জানা গিয়েছে, বুধবার অর্থাৎ আজ দুপুরে রাজারহাটের ধারে এক হোটেলে আইএসএল মিডিয়া ডে উপলক্ষে লিগে অংশ নেওয়া ১৩ টি দলের মধ্যে সাতটি দল সাংবাদিক সম্মেলনে অংশ নেয়। সাংবাদিক সম্মেলনের শুরুতেই আসে মহমেডান স্পোর্টিং। কোচ আন্দ্রে চেরনিশভের সঙ্গে ছিলেন বাঙালি ডিফেন্ডার সামাদ আলি মল্লিক, মিজো ডিফেন্ডার জোডিংলিয়ানা রালতে ও ঘানার ডিফেন্ডার জোসেফ আদজেই।

ljkjb

বঙ্গতনয় সামাদ আলি মল্লিক মুখিয়ে আছেন আইএসএল খেলতে। সামাদ আলি মল্লিক বলেন, "আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি। আই লিগ ও আইএসএল আলাদা টুর্নামেন্ট। কোচ যেভাবে গাইড করছেন আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। আশা করছি ভালো কিছু করতে পারব।" 

মহামেডান কোচ বলেন, 'আমি জানি আইএসএলের মান কতটা উন্নত। এটা কলকাতা লিগ বা আই-লিগ নয়। দলে আমাদের একাধিক তরুণ ফুটবলার আছে। আশা করছি ভালো করব। চ্যালেঞ্জ তো রয়েছে। এমন সব ভারতীয় ফুটবলাররা খেলবে, যারা জাতীয় দলে নিয়মিত খেলে। এছাড়াও সব দলের বিদেশিরাও অনেক ভয়ঙ্কর।'

প্রথম মরসুমে অবশ্য ট্রফি নিয়ে ভাবতে নারাজ মহমেডান স্পোর্টিং। ধাপে ধাপে এগিয়ে যেতে চায় তাঁরা।১৬ সেপ্টেম্বর, ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডানের আইএসএল অভিযান শুরু হচ্ছে।