নিজস্ব সংবাদদাতা: সাধারণ মানুষের হাতের কাছে, বাড়ি বিষয়ে খাবার পৌঁছে দেওয়ার জন্য গত কয়েক বছরেই দারুন নাম করেছিল জোম্যাটো। তবে এবার খবর, সংস্থার নাম নাকি বদলে যাচ্ছে৷ নয়া সিদ্ধান্তে জোম্যাটোর নতুন নাম 'ইটারনাল' ৷
কিন্তু কেন? বৃহস্পতিবার এমনটাই জানালেন স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল৷ বোর্ড অফ মেম্বারস এই নাম পরিবর্তনের ব্যাপারে ইতিমধ্যে অনুমোদন দিয়ে দিয়েছে। তবে সম্প্রতি নাম বদলের কারণ হিসাবে সংস্থার তরফে যা জানানো হয়েছে, এই খাবার পৌঁছে দেওয়ার ব্যবসা এখন আর শুধুমাত্র অনলাইন ডেলিভারিতে সীমাবদ্ধ নেই।
সংস্থা টক্কর দিচ্ছে আরও একাধিক ই-কমার্স ও ক্যুইক কমার ব্যবসার সঙ্গে৷ সবকিছু মাথায় রেখেই তাই সম্প্রতি এই সংস্থার নাম বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন জোম্যাটোর প্রতিষ্ঠাতা এবং সিইও দীপিন্দর গোয়েল একটি চিঠিতে শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে জানিয়েছেন, বোর্ড পরিবর্তনটি অনুমোদন করেছে।