নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তেলেঙ্গানায় বিআরএস ধাক্কা খেয়েছে। জানা গিয়েছে, জাহিরাবাদের বর্তমান সাংসদ ভীমরাও বসন্তরাও পাতিল শুক্রবার (১ মার্চ) অর্থাৎ আজ দিল্লিতে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। দিল্লিতে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এবং দলের সাধারণ সম্পাদক তরুণ চুগের উপস্থিতিতে পাতিল বিজেপিতে যোগ দিয়েছিলেন।
প্রসঙ্গত, বিবি পাতিল ইতিমধ্যে তার বিআরএস দল থেকে পদত্যাগ করেছিলেন। দলের সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে কেসিআরকে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে তিনি জাহিরাবাদের মানুষের সেবা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।