ইউনূস সরকারের অবাক কৌশল, ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠালো বাংলাদেশ

এই ঘটনায় ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Bangladesh

File Picture

নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার ঘটনায় এবার বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করল মহম্মদ ইউনূস প্রশাসন। মঙ্গলবার বিকেলে তিনি ঢাকায় বাংলাদেশের বিদেশ মন্ত্রকে হাজিরও হয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, সে দেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহরের সঙ্গে একান্তে আলোচনা করছেন প্রণয় বর্মা।

Bangladesh

বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে গত কয়েক দিন ধরে দু’দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক তিক্ততায় পরিণত হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলির মাঝে সোমবার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে হামলার অভিযোগ ওঠে। 

এই ঘটনায় ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এ ছাড়াও পুলিশের শীর্ষ স্তরের এক আধিকারিক-সহ চার জনকে সাসপেন্ড করেছে ত্রিপুরার বিজেপি শাসিত সরকার।

Bangladesh

সোমবারের এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দিল্লি। বিবৃতি প্রকাশ করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, যে পরিস্থিতিই সৃষ্টি হোক না কেন, কোনও দেশের দূতাবাস বা উপদূতাবাসকে নিশানা করা কাম্য নয়। অথচ সেই জায়গায় দাঁড়িয়ে এবার আগরতলার হামলার ঘটনায় তলব করা হল ভারতের রাষ্ট্রদূতকে। তলব করলো বাংলাদেশ।