ইউনূসের নোবেল নিয়ে বিবেচনা করতে বললেন নোবেল কমিটিকে

অথচ আজ তাঁর সাম্রাজ্য পাঠেই বাংলাদেশ এতো অশান্ত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Yunus

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে প্রতিনিয়ত হিংসা, অত্যাচারের শিকার হচ্ছেন হিন্দু ও সংখ্যালঘুরা। সব দেখেও কার্যত চোখ ফিরিয়ে রেখেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। অবাককর বিষয় হল এই মহম্মদ ইউনূস শান্তিতেই নোবেল পুরস্কার পেয়েছিলেন। অথচ আজ তাঁর সাম্রাজ্য পাঠেই বাংলাদেশ এতো অশান্ত।

এবার বাংলাদেশের হিংসার ঘটনা নিয়ে সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মহম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

yunus j1.jpg

এ দিন নোবেল কমিটিকে চিঠি দিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্তের নাম আজ হিংসা ও অবিচারের সঙ্গে জড়িয়ে গিয়েছে। নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীনে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুরা চরম হিংসা ও আক্রমণের শিকার হচ্ছেন। তাই সেই ব্যক্তির নোবেল পুরস্কার নিয়ে আরও একবার ভেবে দেখার সময় এসেছে। সমসাময়িক পরিস্থিতি অন্তত তেমনটাই উল্লেখ করছে"।

জ্যোতির্ময় সিং মাহাতো তাঁর চিঠিতে হিন্দুদের বাড়িঘর, মন্দির ভাঙচুর, গণহত্যা, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের কথাও উল্লেখ করেছেন। একই সাথে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত ইউনূস আজ 'হিন্দুদের হত্যাকারী'তে পরিচিত হয়েছেন বলেও উল্লেখ করেছেন বিজেপি সাংসদ।

nk