নিজস্ব সংবাদদাতা: ভিলাইয়ের বাগানে অভিযান করতে হঠাৎ গেলেন বিধায়ক। ছেলে-মেয়েরা বিধায়ক রিকেশ সেনের কাছে ওয়ো রুম চালু করার দাবি জানায়। রিকেশ সেন বৈশালীর বিধায়ক। মেয়েরা বলল, 'ওয়ো স্যার আপনি সব জায়গায় বন্ধ করে দিয়েছেন', ছেলেরা বলেছে, 'বিধায়ক প্লিজ ওয়ো খুলুন'। মেয়েরা দাবি করে, 'আপনি সব বন্ধ করে দিয়েছেন, কোথায় যাব?' সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিধায়ক ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন- 'কোনও যুবক বা মহিলা পার্ক বা পাবলিক প্লেসে অশ্লীলতা ছড়াবেন না'।