'স্যার Oyo রুম খুলে দিন'! BJP বিধায়কের কাছে আজব দাবি

ছেলে-মেয়েরা বিধায়ককে বলছে ওয়ো রুম খুলে দিতে।

author-image
Anusmita Bhattacharya
New Update
images (17)

নিজস্ব সংবাদদাতা: ভিলাইয়ের বাগানে অভিযান করতে হঠাৎ গেলেন বিধায়ক। ছেলে-মেয়েরা বিধায়ক রিকেশ সেনের কাছে ওয়ো রুম চালু করার দাবি জানায়। রিকেশ সেন বৈশালীর বিধায়ক। মেয়েরা বলল, 'ওয়ো স্যার আপনি সব জায়গায় বন্ধ করে দিয়েছেন', ছেলেরা বলেছে, 'বিধায়ক প্লিজ ওয়ো খুলুন'। মেয়েরা দাবি করে, 'আপনি সব বন্ধ করে দিয়েছেন, কোথায় যাব?' সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

OYO बंद करवा दिए, पार्क में बैठने नहीं दे रहे, कपल ने BJP विधायक को खूब  सुनाया - Vaishali Nagar bjp MLA Rikesh Sen viral video park couple

বিধায়ক ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন- 'কোনও যুবক বা মহিলা পার্ক বা পাবলিক প্লেসে অশ্লীলতা ছড়াবেন না'। 

Oyo Rooms accused of questionable practices, toxic culture and fraud by  former employees, hotel partners – Firstpost

 

Add 1