এক নতুন ভাষায় এবার পাবেন ভারতের সংবিধান

২৬ নভেম্বর ১৯৪৯ তারিখে ভারতের সংবিধান গৃহীত হয় এবং এটি ২৬ জানুয়ারী ১৯৫০ সালে কার্যকরী হয়। ভারত সরকার একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ২০১৫ সালে ২৬ নভেম্বরকে সংবিধান দিবস হিসাবে ঘোষণা করে।

author-image
Adrita
New Update
g

নিজস্ব সংবাদদাতাঃ আজ ২৬ নভেম্বর জাতীয় সংবিধান দিবস। ভারতের সংবিধান হল পৃথিবীর সবচেয়ে বৃহৎ সংবিধান। ভারতের এই সংবিধান আমাদের ভারতবাসীদের জন্য এক গর্ব, এক ঐতিহ্য। এবার এই সংবিধানের এক নতুন সংস্করণ করা হল মণিপুর সরকারের পক্ষ থেকে। 

hiren

সূত্র মারফত জানা গিয়েছে, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আজ ইম্ফল শহরের এক অনুষ্ঠানে মণিপুরী ভাষায় অর্থাৎ 'মেইতি মায়েক স্ক্রিপ্ট' এ ভারতের সংবিধানের এক 'ডিগ্লট' সংস্করণ প্রকাশ করেছেন।  

hiring.jpg