যে কোনও জায়গায় বসেই ভর্তি হওয়া যাবে কলকাতার কলেজে! কী বললেন শিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "এটি ভারত এবং আমাদের রাজ্যের যে কোনও জায়গা থেকে স্নাতকোত্তর ছাত্রদের ভর্তির জন্য তৈরি করা হয়োছে৷ এই প্রথমবার ভর্তির জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে।"

author-image
Tamalika Chakraborty
New Update
bratya31

নিজস্ব সংবাদদাতা: সেন্ট্রালাইজড আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন পোর্টাল চালু করার প্রসঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "এটি ভারত এবং আমাদের রাজ্যের যে কোনও জায়গা থেকে স্নাতকোত্তর ছাত্রদের ভর্তির জন্য তৈরি করা হয়োছে৷ এই প্রথমবার ভর্তির জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। এটি আগের থেকে বেশি স্বচ্ছ।  যে কোনো শিক্ষার্থী  দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ  হলে ১৬টি বিশ্ববিদ্যালয় এবং ৪৬১টি কলেজে আবেদন করতে পারবে। সে ২৫টি বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পারে। কিন্তু শিক্ষার্থী শুধুমাত্র একটি বিষয় নিয়ে ভর্তি হতে পারবে।  পাঁচ দিন  পোর্টালটি ট্রায়াল দেওয়া হবে। তারপরেই ছাত্রছাত্রীদের জন্য খুলে দেওয়া।"

aaaa

 tamacha4.jpeg