গুরু নানক জয়ন্তী, ধর্মের গুরুত্ব বোঝালেন যোগী

ধর্ম নিয়ে ফের মন্তব্য করতে দেখা গেল যোগী আদিত্যনাথকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker - 2023-11-27T144243.122 (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার লখনউয়ের আশিয়ানা গুরুদ্বারে শ্রী গুরু নানক দেব মহারাজের ৫৫৪তম প্রকাশ পর্বে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকেই ধর্ম নিয়ে ফের মন্তব্য করতে দেখা যায় যোগী আদিত্যনাথকে।

এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "শিখ ধর্ম উপাসনা গভীর জ্ঞানে পরিপূর্ণ। গুরু নানক দেব জি এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং এটিকে ধর্মীয় সচেতনতার কর্মসূচির সাথে সংযুক্ত করেছিলেন। গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং এবং তার ৪ 'সাহিবজাদে' সহ হাজার হাজার শিখের আত্মত্যাগের কাহিনী দেশকে একটি নতুন অনুপ্রেরণা দেয়। আজকের দিন হল এগুলিই মনে করার দিন”।

 

hiren