নিজস্ব সংবাদদাতা: গোরক্ষপুরের সভা থেকে ফের একবার কেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ হলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বলেন, “যদি আপনি এই মহাবিশ্বের রহস্য সম্পর্কে জানতে চান, তাহলে ভারতের উপনিষদই এর সবচেয়ে বড় ভাণ্ডার। আমাদের সমস্যা ছিল যে আমরা উপনিষদ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিলাম। ফলাফল আমাদের সামনে। আমরা সেই বিশ্বের পিছনে দৌড়াতে শুরু করেছি যা আগে আমাদের পিছনে দৌড়াত। গত ১০ বছরে, আমরা একটি রূপান্তরিত ভারত প্রত্যক্ষ করেছি। এখন, সবাই ভারতে আসতে চায়। তারা ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চায়। ভারতের যোগের ধারণা এখন সমগ্র বিশ্বে অনুশীলন করা হয়”।
/anm-bengali/media/media_files/MjOOKURikckB96Mfq2xb.jpg)