মাঝরাতে তুলে নিয়ে যাওয়া হল বিরোধী দলের নেতাকে! রাজ্য থেকে হারিয়ে গিয়েছে গণতন্ত্র

উত্তরপ্রদেশে মাঝরাতে সমাজবাদী পার্টির নেতাকে তুলে নিয়ে গেল যোগীর পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
sp leader uttar pradesh


নিজস্ব সংবাদদাতা: সমাজবাদী পার্টির (এসপি) নেতা ফখরুল হাসান চাঁদ বলেছেন, "বিজেপি সংবিধান এবং গণতন্ত্রে বিশ্বাস করে না। ব্যাপার সভার জাতীয় সভাপতি মণীশ জগন আগরওয়ালকে রাতে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে সম্পর্কে পুলিশ কোনও তথ্য দেয়নি। সমাজবাদী পার্টির নেতা-কর্মীরা থানায় গিয়েছিলেন, কিন্তু কোনও তথ্য দেওয়া হয়নি।  বিজেপি গণতন্ত্রবিরোধী কাজ করছে। তারা সমাজবাদী এবং বিরোধীদের কণ্ঠস্বর দমন করতে চায়, তাই তারা এমন পদক্ষেপ নিচ্ছে। সমাজবাদী পার্টির পথ সংগ্রামের পথ, সংবিধানের পথ।"  প্রসঙ্গত, এই ঘটনার প্রেক্ষিতে  সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বাসভবনে নিরাপত্তা আরও মজবুত করা হয়েছে।