কংগ্রেস দলের ইস্তাহার দেশের পক্ষে বিপজ্জনক! বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ফের কংগ্রেসকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

author-image
Aniruddha Chakraborty
New Update
yogi adityanath rt.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচন ২০২৪-এ কংগ্রেসের ইস্তাহার নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ বলেন, "কংগ্রেস দলের ইস্তাহারে উল্লিখিত বিষয়গুলো এমন কিছু ইঙ্গিত দেয় যা দেশের পক্ষে বিপজ্জনক হতে পারে। কংগ্রেসের স্যাম পিত্রোদার বক্তব্য সকলেই শুনেছে। কর্ণাটকের কংগ্রেস সরকার যেভাবে ওবিসি সংরক্ষণে মুসলিমদের অন্যায্য সুবিধা দিয়েছে, তা মনে সংশয় তৈরি করে। এটি উত্তরাধিকার করের কথাও বলছে যা একটি বিপজ্জনক লক্ষণ। কংগ্রেস বলছে, তারা দেশের মানুষের সম্পদের এক্স-রে করবে। তারা তিন তালাক ফিরিয়ে আনার কথাও বলছে- নারীদের প্রতি এর থেকে বড় অসম্মান আর কিছু হতে পারে না। সরকার দুর্নীতিবাজদের কুঞ্জীভূত সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা হলে বিজেপি তা মেনে নেবে না। কংগ্রেস এবং তার সহযোগীরা দেশের রাজনীতিতে তালিবালিন করার চেষ্টা করছে।" 

ল।

Add 1