আক্রমণকারীদের প্রশংসা করা, দেশদ্রোহিতার ভিত্তি মজবুত করার সমান ! বিস্ফোরক মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ

কেন এমন মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ ?

author-image
Debjit Biswas
New Update
yogi

নিজস্ব সংবাদদাতা : আজ নাগপুর হিংসা মামলার সম্পর্কে কথা বলতে গিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ''কোনও আক্রমণকারীর প্রশংসা করা উচিৎ নয়। কারণ আক্রমণকারীদের প্রশংসা করা মানে, দেশদ্রোহিতার ভিত্তিকে শক্তিশালী করা। স্বাধীন ভারত এমন কোনও বিশ্বাসঘাতককে মেনে নিতে পারে না, যে ভারতের মহান ব্যক্তিদের অপমান করে অথচ আক্রমণকারীদের প্রশংসা করে।"

yogi adityanath rt1.jpg

এছাড়াও তিনি বলেন, ''আমাদের ঐতিহ্য উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, তাই আমরা আমাদের ঐতিহ্যর উপর গর্বিত।"