নিজস্ব সংবাদদাতা : আজ নাগপুর হিংসা মামলার সম্পর্কে কথা বলতে গিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ''কোনও আক্রমণকারীর প্রশংসা করা উচিৎ নয়। কারণ আক্রমণকারীদের প্রশংসা করা মানে, দেশদ্রোহিতার ভিত্তিকে শক্তিশালী করা। স্বাধীন ভারত এমন কোনও বিশ্বাসঘাতককে মেনে নিতে পারে না, যে ভারতের মহান ব্যক্তিদের অপমান করে অথচ আক্রমণকারীদের প্রশংসা করে।"
/anm-bengali/media/media_files/1JFM8sa7L78RBdCfM33y.jpg)
এছাড়াও তিনি বলেন, ''আমাদের ঐতিহ্য উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, তাই আমরা আমাদের ঐতিহ্যর উপর গর্বিত।"