নিজস্ব সংবাদদাতাঃ ২১ জুন দশম আন্তর্জাতিক যোগ দিবসের আগে বৃহস্পতিবার অর্থাৎ আজ যোগগুরু বাবা রামদেবের তত্ত্বাবধানে বিভিন্ন যোগাসন প্রদর্শন করলেন যুবকরা।
এই বিষয়ে যোগগুরু বাবা রামদেব বলেছেন, "যোগব্যায়াম এখানে বহু শতাব্দী ধরে রয়েছে। আমরা তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হয়ে উঠেছি। আজ প্রত্যেক ঘরে প্রত্যেকের কাছে যোগ পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রসঙ্ঘে যোগকে সম্মান জানানোর প্রস্তাব দিয়েছিলেন এবং এখন আমরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে পারছি। যোগের প্রতি একটা সচেতনতা ও শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে। আমাদের পূর্বপুরুষদের জ্ঞানের ঐতিহ্যকে সম্মানিত করা হয়েছে। এতে বিশ্ববাসীর অনেক উপকার হয়েছে। জীবনশৈলীর রোগ বা দীর্ঘস্থায়ী রোগ এবং মানসিক চাপ সঠিকভাবে পরিচালিত হচ্ছে যোগব্যায়ামের কারণে।"