রাম মন্দিরঃ ' সনাতনের নতুন ইতিহাস আজ রচিত হচ্ছে', বললেন রামদেব

অবশেষে, সেই সময় এসেছে যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ২২ শে জানুয়ারি রাম মন্দিরের অভিষেকের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সমস্ত ভক্তরা ভগবানের সুন্দর রূপটি দেখতে পাবেন।

author-image
SWETA MITRA
New Update
ram dev.jpg

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের অযোধ্যায় হাজির হলেন যোগগুরু রামদেব (Ramdev)। রাম মন্দির প্রসঙ্গে তিনি বলেন, 'রামলালা যখন তাঁবুতে ছিলেন তখন আমরা এখানে আসি। আজ একটি বিশাল মন্দির তৈরি হচ্ছে। সনাতনের নতুন ইতিহাস আজ রচিত হচ্ছে। রাম মন্দিরে 'রামরাজ্য'-এর নতুন সূচনা হচ্ছে।‘