নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। যার প্রভাব এখন দিল্লিতেও দেখা যাচ্ছে। দিল্লিতে যমুনার জলস্তর আবারও বিপদসীমা অতিক্রম করেছে। মঙ্গলবার রাত ১০টায় রাজধানীতে যমুনার জল ২০৫ দশমিক ৩৯ মিটারে পৌঁছেছে। যা পুরাতন রেল সেতুতে রেকর্ড করা হয়েছে। দিল্লিতে যমুনার জলের বিপদসীমা ২০৫.৩৩ মিটার, এটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গত মাসের মতো গুরুতর হওয়ার সম্ভাবনা নেই।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা ৭টায় পুরাতন রেল সেতুর কাছে যমুনার জলের স্তর ২০৩.৩৭ মিটার পরিমাপ করা হয়েছিল। যা মঙ্গলবার সকালে বেড়ে দাঁড়ায় ২০৪ মিটারে। এরপর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় যমুনার জলের স্তর পরিমাপ করা হয় ২০৫.০৩ মিটার।