নিজস্ব সংবাদদাতা: আজ দেশ জুড়ে চলছে ছট পুজো। ঘাটে ঘাটে চলছে ছটি মাইয়ার আরাধনা। ভোর থেকেই ঘাটে ঘাটে পুণ্যার্থীরা পুণ্য অর্জনের জন্যে জলে ডুব দিচ্ছেন। কিন্তু যমুনা ঘাটে এই জলে ডুব ভয়ের। কেননা অতিরিক্ত দূষণের জেরে বিষাক্ত ফ্যানায় ভরে গিয়েছে যমুনা নদী। সেই ফ্যানার মাঝে দাঁড়িয়েই চলছে ছট পুজো।
এদিন সেই কারণেই যমুনা ঘাটে পরিদর্শনে আসেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। কালিন্দী কুঞ্জে ছট ভক্তরা এখানে জড়ো হয়েছেন, তাঁদের সাথেই দেখা করতে আসেন তিনি।
যমুনার অবস্থা দেখে এদিন শেহজাদ বলেন, “অনেক মানুষ এখানে সূর্যদেবতার কাছে প্রার্থনা করতে জড়ো হয়েছে। কিন্তু পরিস্থিতি এমন যে দিল্লি হাইকোর্টকে বলতে হয়েছিল যে কেউ ঘাটে গিয়ে প্রার্থনা করতে যাবেন না কারণ এটি তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। এমনকি কংগ্রেস নেতারাও বলেছেন, যমুনা নদীর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আজ নদীর উপরিভাগে বিষাক্ত ফ্যানা ভেসে আসছে। ৭ হাজার কোটি টাকা এর জন্যে খরচ হয়েছে। অথচ আজ এই পুণ্যলগ্নে এখানে ভক্তরা জড়ো হয়েছে, আর এই ভাবে ভয়ে ভয়ে ছট পুজো দিচ্ছে। এর জন্য অরবিন্দ কেজরিওয়ালই একমাত্র দায়ী”।