বাড়ছে যমুনার জলস্তর, ফের ভাসবে দিল্লি!

অবিরাম বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত দিল্লির জনজীবন।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
yamunaa.jpg

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় রাজধানীতে যমুনার জল বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। রবিবার রাত ১০টায় যমুনার জলস্তরের উচ্চতা ছিল ২০৬.৪৪ মিটার। যমুনার জলস্তর ২০৬.৪ মিটারে ওঠার কারণে রবিবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে পুরাতন যমুনা সেতুর (পুরাতন লোহা পুল) কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে উত্তর রেল। উত্তর রেল জানিয়েছে, দিল্লি থেকে শাহদারার মধ্যে রুট বন্ধ থাকবে।

প্রসঙ্গত, যমুনার জলস্তর বৃদ্ধির ফলে আবারও জাতীয় রাজধানী এবং সংলগ্ন অঞ্চলে বন্যার মতো পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।