নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এদিন বলেন, “যখন যমুনা উত্তরাখণ্ড থেকে প্রবাহিত হয়, তখন জল পরিষ্কার এবং বিশুদ্ধ থাকে। কিন্তু যখন দিল্লির কথা আসে তখন সবকিছুই নোংরা। এটিকে নোংরা করার কাজটি অরবিন্দ কেজরিওয়ালের সরকার করে এসেছে। গত ১০ বছর ধরে তিনি বারবার বলছেন যে তিনি জল পরিষ্কার করবেন কিন্তু কখনও প্রতিশ্রুতি পূরণ করেননি”।
/anm-bengali/media/media_files/ScU4v6GjeugZZ4wzSJvr.jpg)