Big News: ১২ আগস্ট ভোট! হয়ে গেল ঘোষণা

ভারতীয় কুস্তি সংস্থার বিদায়ী প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তোলেন তাবড় তাবড় কুস্তিগিররা। তার মাঝেই নতুন করে সংস্থার নির্বাচন হওয়া নিয়ে কৌতূহল শুরু হয়।

author-image
Anusmita Bhattacharya
New Update
wfi

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অবশেষে এই দেশের কুস্তি ফেডারেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আগামী ১২ আগস্ট ভোট হতে চলেছে বলে জানা গেছে। এর আগে নির্বাচন হবার কথা ছিল ১১ জুলাই। কিন্তু অসম রেসলিং ফেডরেশনের আবেদনে গুয়াহাটি হাইকোর্ট ভোটে স্থগিতাদেশের নির্দেশ দেয়। সেই নির্দেশে আবার স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আগামী নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা হবে ১ আগস্ট। আর পরবর্তী ৭ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

ভারতীয় কুস্তি সংস্থার বিদায়ী প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরব বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগতের মতো নামী কুস্তিগিররা। তারপর থেকেই কৌতূহল তৈরি হয় নতুন করে সংস্থার নির্বাচন হওয়া নিয়ে।