নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, কুস্তিগীর সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া বুধবার ছয় ঘন্টা ধরে ম্যারাথন বৈঠক করেছিলেন। সরকার কুস্তিগীরদের (Wrestlers Protest) কাছ থেকে ১৫ জুন পর্যন্ত সময় চেয়েছে বলে জানা গিয়েছে। ব্যবস্থাও নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে ততদিন পর্যন্ত কোনো বিক্ষোভ প্রদর্শন না করার ব্যাপারে অনুরোধ জানানো হয়েছেপ প্রশাসনের পক্ষ থেকে। কুস্তিগীররা তাতে রাজি হয়েছেন। অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করার পর কুস্তিগীর সাক্ষী মালিক বলেন, "সরকার ১৫ জুন পর্যন্ত কোনও প্রতিবাদ না করার আবেদন করেছে। তবে আমাদের বিক্ষোভ এখনো শেষ হয়নি।" অন্যদিকে বজরং পুনিয়া জানিয়েছেন, সরকারের সঙ্গে বৈঠকের বিষয়ে খাপ পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তিনি। সবার সম্মতি নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে। ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেফতারের বিষয়ে ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তদন্ত শেষ হওয়ার পরে রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।