নিজস্ব সংবাদদাতাঃ আন্দোলন (Wrestlers Protest) থেকে সরে দাঁড়ালেন কুস্তিগীর সাক্ষী মালিক ও বরজং পুনিয়া? এই প্রসঙ্গে অবশেষে নীরবতা ভাঙলেন সাক্ষী মালিক। তিনি জানান, ‘আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছি। আমাদের মধ্যে স্বাভাবিক আলোচনা হয়েছে। আমাদের একটিই দাবি এবং তা হল ব্রিজ ভূষণ সিংকে গ্রেপ্তার করা। আমি প্রতিবাদ থেকে সরে আসিনি, আমি রেলওয়েতে ওএসডি হিসাবে আমার কাজ পুনরায় শুরু করেছি। আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব। আমরা পিছু হটবো না। নাবালিকা কোনও এফআইআর প্রত্যাহার করেননি।‘ যদিও বজরং পুনিয়ার তরফে এখনও অবধি এই বিষয়ে কিছু বলা হয়নি।‘