প্রাপ্য ১ লক্ষ টাকা ! কংগ্রেস দপ্তরে মুসলিম মহিলারা

পথে নেমে পড়েছেন লখনউয়ের মহিলারা।

author-image
Adrita
New Update
শ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন। ফলাফল ঘোষণার পরেই লখনউয়ের কংগ্রেস দপ্তরের সামনে মহিলাদের লম্বা লাইন। সূত্র মারফত জানা গিয়েছে যে, গ্যারান্টি কার্ড দেখিয়ে তারা তাদের প্রাপ্য ১ লক্ষ টাকা পাওয়ার দাবীতে জমায়েত হয়েছে। 

Congress revisits NYAY promise: Rs 1 lakh/year for poor women | India News  - The Indian Express

Congress promises 50% jobs to women in government, Rs 1 lakh to every poor  youth | Nagpur News - Times of India

এক্ষেত্রে প্রসঙ্গত যে, প্রচারের সময়ে একাধিক পরিবারের হাতে ‘গ্যারান্টি কার্ড’ তুলে দিয়েছিল কংগ্রেস। তারা দাবী করেছিল যে, ক্ষমতায় এলে প্রত্যেক বছর দরিদ্র পরিবারের প্রধান মহিলা সদস্যকে ১ লক্ষ টাকা দেওয়া হবে। এই ঘোষণার পর থেকেই সমাজের মুসলিম মহিলারা আজ টতাদের প্রাপ্য টাকা নিতে পার্টি অফিসে ভিড় করেছে। 

Add 1