রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে চাঁদের হাট
নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডাকা নৈশভোজে যেন চাঁদের হাট বসেছে। ডিনারে যোগ দিতে ইতিমধ্যে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের রাজনেতারা। একে একে হাজির হয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং তার স্ত্রী ইরিয়ানা জোকো উইদোদো, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল ও তার স্ত্রী কিম কিওন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, গণপ্রজাতন্ত্রী চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এবং তার স্বামী হেইকো ভন ডার লেয়েন প্রমুখ।