নিজস্ব সংবাদদাতা: আজ আইসিসি ওয়ার্ল্ডকাপ ফাইনাল ম্যাচ রয়েছে। ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলা রয়েছে আজ। এই ম্যাচ শুরুর আগেই এবার বড় বার্তা দিলেন ভক্তরা। উৎসাহী ও আশাবাদী ভক্তরা জানিয়েছেন, আজ ভারতের জয় হবেই। শুবমান গিল এবং বিরাট কোহলি আজ আবার সেঞ্চুরি করবেন। মহম্মদ শামি একাই ৫ টি উইকেট নেবেন। একজন ভক্ত বলেছেন, "আজ অস্ট্রেলিয়াকে বিদায় নিতেই হবে"।