উত্তরকাশী টানেল বিপর্যয়: উদ্ধারকার্যে লাগবে আরো সময়! হতে পারে কালও
উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেলে আটকে পড়া ৪১ জন শ্রমিককে সরিয়ে নেওয়ার জন্য উদ্ধার অভিযান বৃহস্পতিবার ভোরে চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। এবার নতুন আপডেট।
নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশী টানেল বিপর্যয় নিয়ে এল এক নতুন আপডেট। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী অনুমান করছে যে ৪১ জন শ্রমিককে উদ্ধার করতে আরো কিছুটা সময় লাগবে। সেটা কিছু ঘণ্টা হতে পারে আবার কাল পর্যন্ত গড়িয়ে যেতে পারে সময়।