''এক মুহূর্তেই ধ্বংস হয়ে গেল সব, বুঝে উঠতে পারলাম না কিছুই !'' দেখুন তুষারধসে আক্রান্ত শ্রমিকের বয়ান

কি ঘটেছিলো সেইদিন ?

author-image
Debjit Biswas
New Update
avalanche

নিজস্ব সংবাদদাতা : উত্তরাখণ্ডে ঘটে যাওয়া ভয়াবহ তুষারধসের ঘটনায় আক্রান্ত শ্রমিক মনোজ ভাণ্ডারি তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। তিনি বলেন, ''ঘটনাটি এতই দ্রুত ঘটেছিল যে আমরা কিছু বুঝতেই পারিনি। প্রবল ঝড় আর তুষারধস আমাদের সব কন্টেইনার ধ্বংস করে দেয়। আমরা কোনওমতে দৌড়ে সেনা শিবিরের দিকে পালানোর চেষ্টা করি। কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে সেনাবাহিনী ও সরকারের কিছুই করার ছিল না।'' মনোজ বর্তমানে জোশীমঠ আর্মি হাসপাতালে ভর্তি আছেন এবং এখানেই তার চিকিৎসা চলছে।