রমজান মাসে মুসলিমদের কাজের সময়ে কাটছাঁট ! বিজেপির সমালোচনার জবাব দিলেন কংগ্রেস নেতা

তিনি জানান, এটি নতুন কিছু নয়, তেলেঙ্গানা ও তার আগে ইউনাইটেড অন্ধ্রপ্রদেশেও এই ঐতিহ্য বজায় ছিল। তেলুগু দেশম পার্টি (টিডিপি) সরকার, বিআরএস সরকার এবং কংগ্রেস সরকারও রমজানে উপবাসরতদের সুবিধার্থে কাজের সময়ে ছাড় দিয়েছে।

author-image
Debjit Biswas
New Update
KHALEKUR RAHAMAN

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি তেলেঙ্গানায় রমজান মাসে মুসলিম কর্মীদের জন্য কাজের সময়ে কিছুটা কাটছাঁট করেছে তেলেঙ্গানার সরকার। যা নিয়ে কড়া সমালোচনা করা হয়েছিল তেলেঙ্গানা বিজেপির পক্ষ থেকে। আর এবার কাজের সময় কমানোর সিদ্ধান্ত নিয়ে বিজেপির সমালোচনার জবাবে কংগ্রেস নেতা খলীকুর রহমান কড়া প্রতিক্রিয়া দিলেন। তিনি বলেন, "ধর্মের ভিত্তিতে দেশকে ও দেশবাসীকে বিভক্ত করা বিজেপির পুরনো অভ্যাস।" তিনি জানান, এটি নতুন কিছু নয়, তেলেঙ্গানা ও তার আগে ইউনাইটেড অন্ধ্রপ্রদেশেও এই ঐতিহ্য বজায় ছিল। তেলুগু দেশম পার্টি (টিডিপি) সরকার, বিআরএস সরকার এবং কংগ্রেস সরকারও রমজানে উপবাসরতদের সুবিধার্থে কাজের সময়ে ছাড় দিয়েছে।শুধু মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রেই নয়, দীপাবলি, দশেরা, নবরাত্রির মতো উৎসবেও বিশেষ ছুটির ব্যবস্থা করা হয়। তিনি বিজেপি শাসিত রাজ্যগুলিতেও এ ধরনের ব্যবস্থা চালু করার আহ্বান জানান।