নিজস্ব সংবাদদাতা: উদ্ধার হল কোটি টাকার মাদক। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর মুম্বই শাখা এই মাদক উদ্ধার করেছে। বেশ কিছু কাঠের শো-পিসের মধ্যে করে পাচার করা হচ্ছিল মাদক। জানা গিয়েছে, কাঠের শো-পিসগুলি থেকে ৫০০ গ্রাম কোকেন ড্রাগস উদ্ধার হয়েছে। যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
এনডিপিএস অ্যাক্ট ১৯৮৫-এর অধীনে এই মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক পাচারের সঙ্গে যুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিআরআই জানিয়েছে, এই মাদক পাচারের সঙ্গে কারা কারা যুক্ত, তাদের খুঁজে বার করতে তদন্ত শুরু হয়েছে।