নিজস্ব সংবাদদাতা: পুরুষের সৌন্দর্য বাড়ায় গোঁফ-দাড়ি! এই ধারণা অনেকের। এই ধারণা থেকে ইতিমধ্যে অনেক সিনেমা হয়ে গেছে। বীরপুরুষের চেহারায় অবশ্যই পুরুষ্ট গোঁফ রেখেছেন গল্পকার। বলশালী পালোয়ান বোঝাতে দাড়ি জন্য অবশ্যই প্রয়োজন। অথচ সেই দাড়ি থাকলেই প্রেম জুটবে না পুরুষের কপালে, এমনই দাবি ইন্দোরের একদল তরুণীর।
সম্প্রতি ইন্দোরে একদল তরুণী বিশেষ দাবিতে মিছিল বার করে। শহর কাঁপিয়ে তাঁরা মিছিল করেন। তরুণীদের এই মিছিল দেখে অবাক হয়েছেন পথচলতি মানুষ। এ কেমন দাবি! মনে মনে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। কেউ কেউ মুখ টিপে হাসছেন, কেউ আবার মোবাইল বের করে ভিডিও করছেন। সেদিকে পাত্তা না দিয়েই মিছিল করে এগিয়ে চলেছে ওই তরুণীর দল। হাতে প্ল্যাকার্ডের মতোই তাঁদের অনেকের মুখে কালো কাপড় বাঁধা ছিল। দেখলে হঠাৎ করে মনে হবে মহিলার দাড়ি হয়েছে। আসলে এই আন্দোলনটাই দাড়ির বিরুদ্ধে। তাই ওমন প্রতীকী দাড়ি গালে লাগিয়েছিলেন তাঁরা। পুরুষরা যাতে দাড়ি না রাখেন, সেই কারণেই এই মিছিল।