নিজস্ব সংবাদদাতা: আজ বিচ্ছেদের দশমী। বেজে গিয়েছে বিসর্জনের বাজনা। ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের প্রস্তুতি শুরু হয়েছে। সকালে হয়ে গিয়েছে ঘট বিসর্জন। এরপরই শুরু হয়েছে সিঁদুর খেলা। দিল্লির চিত্তরঞ্জন পার্ক এলাকার দুর্গা পুজো প্যান্ডেলেও দেখা গেল সেই মনোরম চিত্র। ‘সিঁদুর খেলায়' অংশ নিয়েছেন বহু মহিলা। বিষাদের মাঝেও আনন্দ করছেন মহিলারা।