নিজস্ব সংবাদদাতা: গত ১১ ডিসেম্বর কর্ণাটকের বেলাগাভি জেলার ভান্টামুরি গ্রামে এক আদিবাসী মহিলাকে মারধর ও নগ্ন করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশন। ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি মহিলা মোর্চাও।
এদিন বেলগাভির ঘটনায় জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা খংডুপ বলেন, “আমি এই দেশের প্রতিটি নাগরিকের কাছে বলতে চাই যে আমাদের মানসিকতা পরিবর্তন করা উচিত এবং এমন হতে দেওয়া উচিত নয়। দেশের যে কোনো প্রান্তে আবারও এই ঘটনা ঘটতে পারে। তাই আমাদের আগেই সতর্ক হতে হবে। আমাদের প্রথম এবং প্রধান অগ্রাধিকার হচ্ছে নারীর অধিকার রক্ষা করা। আর আমরা এই ধরনের অপরাধ বরদাস্ত করব না”।