নিজস্ব সংবাদদাতা: কেরালার এর্নাকুলামে 'উৎসাহ' মহিলা কংগ্রেসের রাজ্য কনভেনশনে এদিন যোগ দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর মঞ্চ থেকেই মহিলা মুখ্যমন্ত্রী নিয়ে আগাম পূর্বাভাস দিলেন রাহুল, যা এক্সিট পোলের হিসেবের পরই ভীষণ তাৎপর্য।
এদিন রাহুল বলেন, “শুধুমাত্র সমস্যা হল মঞ্চে, পুরুষরাই আধিপত্য বিস্তার করছে। যা ভাল কিন্তু এখন আমাদের কাজ হল মহিলাদের সামনে আনা। তাই এই জন্যে কংগ্রেস প্রতিটি স্তরে আরও বেশি করে মহিলাদের অংশগ্রহণ করাচ্ছে। যদি আজ থেকে ১০ বছরের মধ্যে, আমাদের সকল রাজ্যের মধ্যে ৫০ শতাংশ মুখ্যমন্ত্রীই মহিলা হন, তাহলে দেশের চিন্তাধারার মধ্যে প্রচুর পরিবর্তন চলে আসবে। আমাদের একজনও মুখ্যমন্ত্রী নেই যিনি একজন মহিলা; কিন্তু আমি জানি কংগ্রেস পার্টিতে অনেক মহিলা আছেন যাদের খুব ভালো মুখ্যমন্ত্রী হওয়ার গুণ আছে। তাই এবার কংগ্রেস সেই স্বপ্ন পূরণ করবে”।