নিজস্ব সংবাদদাতাঃ শনিবার কাঁকেরের উর্পানঝুরের কাছে মাওবাদী ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে গুলি বিনিময়ের পর এক মহিলা নকশাল ক্যাডারকে আটক করা হয়। আহত মহিলা নকশাল ক্যাডারের প্রাথমিক পরিচয় মাদানওয়াড়া (এলওএস) কমান্ডার বিনোদের স্ত্রী আরকেবি ডিভিশনাল ক্যাডার পাগুনি বলে জানা গেছে।
কর্মকর্তারা জানান, ২৬-২৭ মে মধ্যরাতে ১৭৮ ব্যাটালিয়ন (বিএন), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং কাঁকের পুলিশের সদস্যরা মেন্দ্রা ক্যাম্প থেকে রাতভর হামলা ও তল্লাশি অভিযানে বের হয়। আধিকারিকরা জানিয়েছেন, রাত ১১টা নাগাদ উর্পানঝুর জঙ্গলের কাছে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় শুরু হয়। খবর পেয়ে বাদগাঁও থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) দলকে আরও শক্তিশালী করার জন্য পাঠানো হয়।
২৭ শে মে সকালে ঘটনাস্থলে তল্লাশি করার সময় এক মহিলা ক্যাডারকে একটি একক গুলি সহ আহত অবস্থায় পাওয়া যায় এবং বিএসএফ জওয়ান বিকাশ সিংও গুলি বিনিময়ের সময় সামান্য আহত হন। জানা গিয়েছে, আহত বিএসএফ জওয়ানের অবস্থা স্বাভাবিক এবং আশঙ্কামুক্ত।
কর্মকর্তারা জানিয়েছেন আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।