নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রগতি ময়দানের ভারত মণ্ডপে ‘ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৩’ অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত হয়েছেন। সেখানে আজ তিনি বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর এক লক্ষেরও বেশি সদস্যকে বীজ মূলধন সহায়তা প্রদান করবেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি কুমার পরস। তিনি তার বক্তব্যে জানিয়েছেন, '' প্রধানমন্ত্রীর দূরদর্শীতার নেতৃত্বে খাদ্য প্রক্রিয়াকরণ অভূতপূর্ব আস্থা দেখাচ্ছে দেশের জনগণের ওপরে। তার আশীর্বাদে ৮০ কোটি মানুষ খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত হয়েছে। যারা দেশের ১৪০ কোটি জনসংখ্যাকে বিনামূল্যে রেশন দিতে সহায়তা করছে। আপনারা দেখেছেন আগে অনাহারে মৃত্যু হত, কিন্তু এখন কেউ না খেয়ে মরে না। "