নিজস্ব সংবাদদাতা: শীতের আমেজ থাকলেও শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড়। এবার এর ফলে আরও বেড়ে যাবে রাতের তাপমাত্রা। থাকবে আংশিক মেঘলা আকাশ। ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জানা গেছে যে কোল্ড-ওয়েভের পরিমাণও স্বাভাবিকের থেকে কম থাকবে এই বছর শীতে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের পূর্বাভাসে জানা গেছে যে ডিসেম্বর ২০২৩ থেকে ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত দেশের বেশিরভাগ অংশেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকতে পারে এবার। মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের কিছু রাজ্য ছাড়া বাকি রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিক বা তার ওপরে দেখা যাবে বলেই জানা গেছে।