নিজস্ব সংবাদদাতা: কানপুর শহরে পারদ নেমে যাওয়ার সাথে সাথে মানুষ নিজেকে উষ্ণ রাখতে আগুনের কাছে বসে আছে। শহরে হালকা কুয়াশা ও ঠান্ডা কনকনে বাতাস বইতে শুরু করেছে। আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, কানপুরে ভোর থেকে সকাল পর্যন্ত প্রবল কুয়াশা দেখতে পাওয়া যাবে। সকালের পর থেকে পরিষ্কার আকাশ থাকবে। আইএমডি অনুসারে সর্বনিম্ন তাপমাত্রা আজ এখানে 9 ডিগ্রি সেলসিয়াস।