নিজস্ব সংবাদদাতা : শীত আসছে। আর শীত এলেই দূষণে জর্জরিত হয়ে ওঠে রাজধানী দিল্লি। বায়ুর গুণগত মান কেমন থাকছে না থাকছে সেই নিরিখে গত বছরেও দেখা গিয়েছিল দূষণের চাদরে মোড়া রাজধানী। তবে এবছর শীত আসার আগেই সুখবর শোনালো আপ। আম আদমি পার্টির প্রধান মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর শোনালেন স্বস্তির খবর। তিনি বলেন, "২০২০ সালে, দিল্লিতে বায়ুর গুণমান আরও ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে সেই লেভেল উন্নীত হয়েছে ৩১ শতাংশে। একটি রিপোর্ট অনুসারে, গত ৮ বছরে , কোভিড পিরিয়ড বাদে, দিল্লির বায়ুর মান গত বছর সেরা ছিল।"