বিহারে কি পরিবর্তন হবে সরকার? কি বললেন বিহারের বিরোধী দলনেতা?

কি বললেন বিহারের বিরোধী দলনেতা?

author-image
Aniket
New Update
breakinganm

 



নিজস্ব সংবাদদাতা: বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চর্চা চলছে। বিহারে কি সরকার পরিবর্তন হতে চলেছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। এবার এই বিষয়ে মন্তব্য করেলন বিহারের বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক বিজয় কুমার সিনহা। তিনি বলেছেন, "আমি আগেও বলেছি, দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্তই নেবে, দল তাকে স্বাগত জানাবে। দলের প্রতিটি কর্মী সৈনিকের মতো দলীয় নেতাদের সিদ্ধান্ত মেনে নেবেন"।

ad11

food

fla