নিজস্ব সংবাদদাতা : গরিব মানুষ যাতে সুলভে প্রয়োজনীয় ওষুধ পেতে পারে, সেই লক্ষ্য নিয়েই গঠিত হয়েছিল জন ঔষধি কেন্দ্র। আর এবার এই জন ঔষধি কেন্দ্র নিয়েই বড় দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা। তিনি বলেন, ''যখন এই প্রকল্পটি শুরু হয়, তখন আমরা মাত্র ৮০টি কেন্দ্র দিয়ে নিজেদের পথচলা শুরু করেছিলাম। বর্তমানে দেশে ১৫,০০০ জন ঔষধি কেন্দ্র চালু রয়েছে। আমি আশা করছি যে, এই বছরের শেষ নাগাদ এই সংখ্যা ২০,০০০-এ পৌঁছাবে এবং ২০২৭ সালের আগেই আমরা প্রায় ২৫,০০০ কেন্দ্রে পৌঁছানোর লক্ষ্য স্থির করেছি।" গরিব মানুষদের স্বাস্থ্য সম্পর্কে কেন্দ্রীয় সরকার যে নিরন্তর চিন্তাভাবনা করে চলেছে, তা আজকের এই ঘোষণায় স্পষ্ট করে দিলেন জে. পি. নাড্ডা।