তিহাড় জেলে অনুব্রত-সুকন্যা! এবার মুখোমুখি জেরা ইডির?

এবার এক জেলে বাবা-মেয়ে। গরু পাচার মামলায় বাবা-মেয়েকে নিয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে তদন্তকারী সংস্থা।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
anubrata1

নিজস্ব সংবাদদাতা: গরু পাচার মামলায় (Cow Smuggling) হাজার কোটি টাকার দুর্নীতি (Scam) হয়েছে বলে ইতিমধ্যেই আদালতে দাবি করেছে ইডি (ED)। এবার বাবার জেলেই জায়গা হলো মেয়ের। তিহাড় জেলে এবার ঠাঁই হলো অনুব্রতর (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal)। জানা গেছে যে সুকন্যা মণ্ডলের ১২ দিনের জেল হেফাজতের (Jail Custody) নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ কোর্ট (Rouse Avenue Court )। সুকন্যার জামিনের (Bail) আবেদন জানাননি আইনজীবী (Advocate)। এবার কি বাবা আর মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে ইডি? উঠছে এমন প্ৰশ্ন। 

ad.jpg