নিজস্ব প্রতিনিধিঃ অশান্ত মণিপুর (Manipur) যেন শান্ত হতেই চাইছে না। এবার রাজ্যে ঘটে গেল এক নক্ক্যারজনক ঘটনা। নগ্ন করে মণিপুরের রাস্তায় ঘোরানো হল দুজন মহিলাকে। আর এই ঘটনা স্বাভাবিকভাবেই গোটা জাতির জন্য লজ্জাজনক। এদিকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, জাতীয় এই লজ্জার জন্য কাকে দায়ী করা হবে? মণিপুরে দুই মহিলার যৌন নিপীড়নের ঘটনা ঘটার অপেক্ষাই যেন করা হচ্ছিল। এক কথায় কফিনে শেষ পেরেকটা পুঁতে দেওয়া হয়েছে। রাজ্যের পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
আইন-শৃঙ্খলা একেবারে রসাতলে চলে গিয়েছে। এদিকে বীরেন সিংকে সরাতে বা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি কেন্দ্র, যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে। মণিপুরের স্থানীয় বাসিন্দাদের মতে, এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রক। ইম্ফলে বসবাসকারী সত্তরোর্ধ্ব এরাবথ নামের একজন ব্যক্তি জানান, ‘সিআরপিএফ, বিএসএফ এবং আসাম রাইফেলস কী করছে? আমরা এই মুখ্যমন্ত্রীকে চাই না। তিনি ব্যর্থ হয়েছেন। তাকে বরখাস্ত করা উচিৎ।‘ এদিকে তাঁর কথাগুলি মণিপুর জুড়ে বেশিরভাগ মানুষ প্রতিধ্বনিত হয়েছিল। কেন্দ্র এবং বীরেন সিং পরিস্থিতিকে আরও খারাপ হতে দিয়েছে। আর কখনো কি রাজ্যের পরিস্থিতির উন্নতি হবে? আর কতদিন চুপ করে থাকবে কেন্দ্র? মণিপুরের অযোগ্য মুখ্যমন্ত্রীকে কবে বরখাস্ত করা হবে?