নিজস্ব প্রতিবেদন : নিমতার গোলবাগানে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠে। ৪৭ বছর বয়সি সুরজ আলিকে তাঁর স্ত্রী সায়েমা বিবি হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাটি জানার পর রাস্তায় বিক্ষোভ শুরু করে এবং সুরজের দেহ আটকে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর দেহটি উদ্ধার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, নিমতায় গোলবাগানে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনা ঘটেছে। ৪৭ বছর বয়সি সুরজ আলিকে তাঁর স্ত্রী সায়েমা বিবি হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয় মানুষরা ঘটনাস্থলে গিয়ে সুরজের দেহ আটকে বিক্ষোভ করতে শুরু করেন। পুলিশ সেখানে পৌঁছানোর পর এলাকাবাসীদের আশ্বাস দেয় যে দেহটি উদ্ধার করা হবে। পুলিশি আশ্বাসের পর সুরজের দেহ উদ্ধার করা হয়। পরে সায়েমা থানায় আত্মসমর্পণ করেন।
পুলিশ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে নেমেছে এবং খতিয়ে দেখছে পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও রহস্য রয়েছে। নিমতা থানার পুলিশ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে। ইতিমধ্যে, সুরজ আলির দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, যাতে মৃত্যুর কারণ স্পষ্ট করা যায়। পুলিশের তদন্তে পারিবারিক সম্পর্ক, ঘটনাপ্রবাহ এবং সম্ভাব্য অন্যান্য কারণগুলো বিশ্লেষণ করা হবে। তদন্তের ফলাফল মিলে গেলে ঘটনার প্রকৃত তথ্য উন্মোচিত হবে।