‘জেডিইউকে কেন আমার পরিকল্পনা জানাবো?’ প্রশ্ন তেজস্বীর

তাদের যা ইচ্ছা বলতে দিন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nitish tejaswi

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের জেডিইউ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিন তিনি স্পষ্ট ভাষায় বলেন, “জেডিইউ নেতারা যা বলেন আমি তাতে কান দিই না। আমরা (ইন্ডিয়া জোট) খুবই শক্তিশালী। একটি ভালো এবং ইতিবাচক বৈঠক হয়েছে। আমাদের মধ্যে যা সিদ্ধান্ত হবে, আমরা কেন জেডিইউকে তা বলব? তাদের যা ইচ্ছা বলতে দিন”।

tejaswiiyadav.jpg