নিজস্ব সংবাদদাতা : ভূস্বর্গ কাশ্মীর ! দেশ-বিদেশের তামাম পর্যটকদের কাছে সবথেকে পছন্দের ট্যুরিস্ট স্পট। কিন্তু সেখানেও একটি অতর্কিত জঙ্গি হামলায় এক মুহূর্তে প্রাণ চলে গেল এত নিরীহ মানুষের। আর তাই দেশের সমস্ত মানুষের মনে এখন সবথেকে বড় প্রশ্ন একটাই, যে কেন ঘটলো এই ঘটনা ? কেন ব্যর্থ হল আমাদের ইন্টেলিজেন্স ? যে কাশ্মীরে সবসময় ভারতীয় সেনাবাহিনী, বিএসএফ, স্পেশাল ফোর্সেস, জম্মু-কাশ্মীর পুলিশের অসংখ্য কর্মী সবসময় নিয়োজিত থাকার কথা, সেই কাশ্মীরের একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পটে একদল জঙ্গি হঠাৎ করেই হামলা চালিয়ে, এক মুহূর্তেই অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিল ! অথচ তাদেরকে আটকানোর জন্য সেই মুহূর্তে কোনও উপযুক্ত ব্যবস্থাই সেখানে উপস্থিত ছিল না। ২০০৪ সালেই এই কাশ্মীরে সুরক্ষার স্বার্থে প্রায় ৩০০০ আর্মি ট্রুপ, ৫০০ স্পেশাল ফোর্স এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের একটি বিশাল বাহিনী নিয়োজিত করা হয়েছিল।
/anm-bengali/media/media_files/2025/04/23/XEoFlf8HPZT0ZENoYPr9.webp)
এই কাশ্মীরকে সুরক্ষিত রাখার জন্যই ১৯৯০ সালে তৈরী হয়েছিল স্পেশাল অপারেশন গ্রূপ। তার সাথে সাথেই যে কাশ্মীরকে সবসময় ভারতের তাবড় তাবড় ইন্টেলিজেন্স বিভাগের কড়া নজরদারিতে রাখা হয়, সেখানেই কিভাবে ঘটে গেল এই অতর্কিত জঙ্গি হামলা ? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে সারা দেশের মানুষের মনে। তাহলে কি এটাই ধরে নেওয়া যায়, যে আমাদের ইন্টেলিজেন্স বিভাগের কাছে এই ঘটনার সম্পর্কে কোনও আগাম তথ্যই উপস্থিত ছিল না ? আর যদি তথ্য থেকেই থাকতো তাহলে ঠিক কি কারণে ঘটে গেল এই হামলা ? কেন আগে থেকেই আটকানো গেল না এই জঙ্গিদের ? প্রশ্ন অনেক, কিন্তু জবাব দেবে কে ?