গরম পড়া দরকার! জানেন কেন?

গরমে বৃষ্টি চাই বলে লাফালেই হবে না, জানতে হবে কেন গরম আসাটাও জরুরি।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
FBGNM,

নিজস্ব সংবাদদাতা: যতই গরমে ছটফট করুন, গরমকালে গরমই পড়া উচিত। এ বছর মার্চ মাস স্বাভাবিকের থেকে অনেক বেশি ঠান্ডা অনুভূতি দিয়েছে। তবে সেটা  ভালো না। বরং মানুষের রোগভোগ বাড়িয়ে দেওয়ার আদর্শ আবহাওয়া ছিল। বছরের পর বছর ধরে এপ্রিল-মে মাসে এই রকম আবহাওয়াই থাকে। কিন্তু গরম পড়া কেন দরকার?

weather heat.webp

গরম যত বাড়বে মাটি গরম হবে। এতে বায়ুচাপ কমবে। ফলে স্থানীয় নিম্নচাপ তৈরি হবে। এতে দক্ষিণের বাতাস আর উত্তুরে বাতাস ছুটে আসবে। বিপরীত বায়ুপ্রবাহ এক জায়গায় আসলে কালবৈশাখী তৈরি হবে।

howrah summer.jpg

Add 1