কেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীই, কারণ প্রকাশ্যে এলো

'রাহুল গান্ধী আমাদের অনুরোধ মেনে নেবেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rajasthan support rahul.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর, ঝাড়খণ্ড কংগ্রেসের প্রধান রাজেশ ঠাকুর বলেন, “রাহুল গান্ধীকে এলওপি করা উচিত কারণ তিনি ১১ হাজার কিলোমিটার পথ পরিক্রমা করেছেন এবং জনসাধারণের সমস্যা শুনেছেন, তাঁদের কাছের মানুষ হয়ে উঠেছেন। 'ন্যায় পত্র'-এর মাধ্যমে ২৫টি গ্যারান্টি দেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে রাহুল গান্ধী আমাদের অনুরোধ মেনে নেবেন”।

rahul khargewr2.jpg

Add 1